করোনায় আক্রান্ত সাবেক ছাত্রলীগ সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী। তার ছোটভাই ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বণিক বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদ উদ্দিন চৌধুরী বলেন, গত এক সপ্তাহ ধরে ভাইয়ার জ্বর ও কাশিতে ভুগছিলেন। এরপর ১ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইয়ার করোনারভাইরাসের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছিল। ওইদিন রাতেই আমরা রিপোর্ট পেয়েছিলাম। প্রথম দিকে আমরা হাসপাতালে ভর্তি না করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সিটিস্ক্যানে তার ফুসফুসে মৃদু নিউমোনিয়া ধরা পড়ে। এছাড়া তার শরীরও দুর্বল হয়ে পড়েছে। তাই আজকে ওনাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। তবে ওনার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাঈনুদ্দিন হাসান চৌধুরী ১৯৯২-১৯৯৪ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়নে চট্টগ্রাম-১৫ (সাবেক ১৪; সাতকানিয়া-লোহাগড়া) থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন