অবিক্রীত কাপড় আগামী বছরেও স্টোরে তুলবে গ্যাপ

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারীর ফলে অবিক্রীত কাপড়গুলো আগামী বছর স্টোরে তোলার পরিকল্পনা করছে শীর্ষ ফ্যাশন চেইন গ্যাপ। চলতি বছরের গ্রীষ্ম শরৎ মৌসুমে অবিক্রীত কাপড়গুলো মজুদ রাখা হচ্ছে, যা ২০২১ সালে ফের তোলা হবে। গ্যাপসহ ব্যানানা রিপাবলিক, ওল্ড নেভি অ্যাথলেটা ব্র্যান্ডের কাপড়গুলো সিদ্ধান্তের আওতায় পড়বে। তবে গ্যাপ এটা নিশ্চিত করেনি যে এক বছরের পুরনো কাপড়গুলো নিয়মিত মূল্যে বিক্রি হবে নাকি ডিসকাউন্টে। খবর সিএনএন বিজনেস।

গ্যাপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ক্যাটরিনা কনেল বলেন, আমাদের নমনীয় কৌশল গ্রহণ করতে হয়েছে, কারণ আগামী বছরের বিক্রয় মৌসুম আসার আগ পর্যন্ত চাহিদা চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নভেল করোনাভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে লকডাউন ঘোষণার পর গ্যাপের মোট লোকসান হয়েছে ৯৩ কোটি ২০ লাখ ডলার, যা ৫১ বছরের ইতিহাসে সর্বোচ্চ। উত্তর আমেরিকাজুড়ে হাজার ৭৫০টিরও বেশি স্টোরের ৯০ শতাংশ গত ১৯ মার্চ থেকে বন্ধ রেখেছে গ্যাপ এবং এর নতুন ব্র্যান্ডশপ ব্যানানা রিপাবলিক, ওল্ড ন্যাভি অ্যাথলেটা।  অবশ্য লকডাউন নীতিমালা শিথিল হওয়ায় হাজার ৫০০ স্টোর চালু করেছে ফ্যাশন চেইনটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন