প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ভাই আহমেদ কায়সার প্রয়াত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের বড় ভাই কবি আহমেদ খালেদ কায়সার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি...রাজিউন)। আজ শনিবার (৬ জুন) বেলা ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। চমেক হাসপাতালে ভর্তি করানোর পর আহমেদ খালেদ কায়সারের দুই দফা নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদনে দুইবারই করোনাভাইরাস নেগেটিভ এসেছে।

আহমেদ খালেদ কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ড. হাছান মাহমুদ শোকবার্তায় দেশের সাহিত্য ও কাব্যচর্চায় প্রয়াত খালেদ কায়সারের ভূমিকার কথা স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এছাড়া পৃথক একটি বিবৃতিতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন