দক্ষিণাঞ্চলের দিন

ক্রীড়া প্রতিবেদক

তারকা খেলোয়াড়দের বাদ দিয়ে গতকাল শুরু হয়েছে বিসিএলের শিরোপা নির্ধারণী লড়াই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের কারণে তারকা খেলোয়াড়দের পায়নি দলগুলো ম্যাচের প্রথম দিন শেষে উইকেট হারিয়ে ৩০৫ রান তুলে ভালো অবস্থানে আছে দক্ষিণাঞ্চল

চট্টগ্রামে টস হেরে শুরুটা দারুণভাবে করলেও মাঝের সময়টায় দ্রুত উইকেট পতনে পথ হারায় দক্ষিণাঞ্চল কিন্তু ঘুরে দাঁড়িয়েও দিনটি নিজেদের করে নিতে ব্যর্থ হয়েছে পূর্বাঞ্চল তারা দক্ষিণাঞ্চলের উইকেট তুলে নিলেও দিন শেষে প্রতিপক্ষের সংগ্রহ ৩০০ ছাড়িয়ে গেছে

উদ্বোধনী জুটিতেই ফজলে মাহমুদ এনামুল হক বিজয় মিলে দক্ষিণাঞ্চলকে মসৃণভাবে এগিয়ে নিতে থাকেন দুজনের ব্যাটিংয়ে এক পর্যায়ে মনে হচ্ছিল রানের পাহাড়ে চড়তে যাচ্ছে দলটি দলীয় ১৩৬ রানে এনামুল দুর্ভাগ্যজনকভাবে (৭৬) রানআউট হলে ভাঙে জুটি সঙ্গী হারিয়েও থামেননি ফজলে মাহমুদ আল আমিনের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে নিতে থাকেন ব্যক্তিগত ৮৬ রানে সাকলাইন সজীবের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়লে ফিরতে হয় তাকেও তখন দক্ষিণের সংগ্রহ ১৮৯ রান

এখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় পূর্বাঞ্চল ৩৯ রান করা আল আমিনকে ফিরিয়েছেন রুয়েল মিয়া উইকেটে এসে টিকতে পারেননি জাতীয় দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ বল খেলে মাত্র রানে আউট হন তিনি উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চলের রান তখন ২০৪

অবস্থায় হাল ধরার চেষ্টা করেন শামসুর রহমান নুরুল হাসান সোহান ২৩ বলে ১৮ রান করা সোহানকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন রুয়েল পরে শামসুরের সঙ্গে উইকেটে যোগ দেন মেহেদী হাসান দুজন মিলে ধাক্কা সামাল দিয়ে ফের দলকে টেনে নেয়ার চেষ্টা করেন ৩৬ রান করে থামতে হয় মেহেদী হাসানকে আফিফ হোসেনের বলে তিনি যখন আবু হায়দারকে ক্যাচ দিয়ে ফেরেন, তখন দলের রান ২৮৩

এরপর দলকে বিপদে পড়তে দেননি শামসুর ফরহাদ রেজা দুজন মিলে সংগ্রহ ৩০০ পার করে দেন ৩৭ রানে শামসুর রানে অপরাজিত ফরহাদ রুয়েল নেন উইকেট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন