রাজনৈতিক ছবি গুরুত্ব পাবে এবারের বার্লিন উৎসবে

ফিচার ডেস্ক

৭০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারি উৎসবের পরিচালক মারিয়াট রিজেনবিক বলেছেন, এবারের উৎসব হবে শৈল্পিক রাজনৈতিক বিষয়ের অনুসন্ধান উৎসব যাত্রা শুরু করেছিল ঠাণ্ডা যুদ্ধের সময় রাজনৈতিক মতাদর্শে বিভক্ত বার্লিন নগরে উৎসবের জন্ম রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাই বলা হচ্ছে, এবারের উৎসবের মাধ্যমে বার্লিন উৎসব তার মূলে ফিরে যাচ্ছে

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার গোল্ডেন বিয়ারের জন্য প্রতিযোগিতা করছে ১৮টি চলচ্চিত্র এর মধ্যে আছে রুশ পরিচালক ইলিয়া খরঝানোভস্কির ডাউ নাতাশা ইরানি পরিচালক মোহাম্মদ রাসোলুফের দেয়ার ইজ নো ইভিল ছবির প্রিমিয়ার হবে উৎসবে যদিও পরিচালক রাসোলুফ উৎসবে সশরীরে হাজির হতে পারছেন না ইরানের সরকারবিরোধী প্রচারণার অভিযোগে গত বছর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়

হলিউড রিপোর্টার-এর ইউরোপীয় ব্যুরো প্রধান স্কট রোক্সবোরো বলেছেন, এবারের উৎসবে শিকড়ে ফিরে যাওয়ার প্রেরণা আছে মানসম্পন্ন এবং শক্তিশালী ছবিগুলোর বিষয়ে গুরুত্ব দেয়ার চেষ্টা করা হয়েছে

বার্লিন চলচ্চিত্র উৎসবে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক কিছুটা প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাসের কারণে প্রায় ১০০ দর্শনার্থী তাদের সফর বাতিল করেছেন

এবারের উৎসবে আরো প্রিমিয়ার হবে অ্যান্ড্রু লেভিটাস পরিচালিত জনি ডেপ অভিনীত মিনামাটা ছবিতে জনি ডেপকে দেখা যাবে মার্কিন ওয়ার ফটোগ্রাফার ইউজেন স্মিথের চরিত্রে 

কয়েক মাস আগে আলফ্রেড বাউয়ারের নািসসংশ্লিষ্টতার বিষয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে বার্লিন উৎসবে প্রদান করা আলফ্রেড বাউয়ার প্রাইজকে নতুন নামকরণের ঘোষণা দেয়া হয়েছে উল্লেখ্য, আলফ্রেড ছিলেন বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রথম পরিচালক

 

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন