তৃতীয় চন্দ্রাভিযানের ঘোষণা ভারতের

বণিক বার্তা ডেস্ক

সর্বশেষ চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পর চলতি বছর পরবর্তী চন্দ্রাভিযানের অনুমোদন করেছে ভারত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরু) চেয়ারম্যান কে সিভান সংবাদ সম্মেলনে ঘোষণা দেন। খবর রয়টার্স।

ইসরু প্রধান আরো জানান, ২০২১ সালের শেষের দিকে মানুষসহ আরেকটি মিশন পাঠানো হবে।

ইসরুর পাঠানো চন্দ্রযান- গত সেপ্টেম্বরে চাঁদের কক্ষে প্রবেশ করেছিল কিন্তু একটি কঠিন (হার্ড) অবতরণের পর পৃথিবীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২০১৯ সালের ২২ জুলাই চন্দ্রযান- চাঁদের দেশে যাত্রা করেছিল। রকেটের তিন ভাগে ছিল একটি অরবিটার, অবতরণযান বিক্রম প্রজ্ঞান নামে ছয় চাকার একটি রোবট চালিত গাড়ি। লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা। চাঁদে বরফাকারে পানির উপস্থিতি রয়েছে তা প্রমাণ করার লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়েছিল।

তৃতীয় অভিযানটিতে আগের মিশনগুলোর চেয়ে কম ব্যয় হবে বলে জানায় ভারতের সংবাদ সংস্থা পিটিআই।

২০২০ সালে যদি চন্দ্রাভিযানে সাফল্য পায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া চীনের পর চতুর্থ দেশ হিসেবে নাম লেখাবে ভারত। ২০১৯ সালের এপ্রিলে ইসরায়েলের চন্দ্রবিজয়ের চেষ্টা ভেস্তে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন