তুরস্কে ১১ মাসে ৩ কোটি টন ইস্পাত উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছর তুরস্কে অপরিশোধিত ইস্পাত উৎপাদনে বড় আকারের পতন হয়েছে ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটিত সব মিলিয়ে কোটি লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক শতাংশ কম তার্কিশ স্টিল প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (টিসিইউডি) সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবর ডেইলি নিউজ

টিসিইউডি প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরেও দেশটিতে ইস্পাত উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে মাসে সব মিলিয়ে দেশটিতে ২৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কম

অন্যদিকে তার্কিশ এক্সপোর্টার অ্যাসেম্বলির তথ্য বলছে, চলতি বছরের প্রথম ১১ মাসে দেশটি থেকে হাজার ২৭০ কোটি ডলারের সমান ইস্পাত রফতানি হয়েছে আর মাস হিসেবে নভেম্বরে রফতানি হয়েছে ৯৯ কোটি ৩০ লাখ ডলারের

তুরস্কের পাশাপাশি নভেম্বরে বৈশ্বিক ইস্পাত উৎপাদনও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন