ভারতে কংগ্রেস দলীয় এমপি শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বণিক বার্তা ডেস্ক

ভারতের কংগ্রেস দলীয় এমপি শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির কেরালা রাজ্যের রাজধানী থিরুভানান্থাপুরামের একটি আদালত। তিন দশক আগে শশী থারুরের লেখা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল’ শিরোনামের উপন্যাস নিয়ে মামলার শুনানিতে উপস্থিত না থাকায় গতকাল (শনিবার) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর এনডিটিভি।


এ বিষয়ে শশী থারুরের কার্যালয় জানিয়েছে, আদালতের সমনে কেবল তার হাজির হওয়ার সময়ের কথা উল্লেখ আছে, সেখানে কোনো তারিখ উল্লেখ ছিল না। যে কারণে তারা এ পরোয়ানার বিরুদ্ধে আপিল করবে।


প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর আগে শশী থারুরের লেখা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল’ শিরোনামের উপন্যাসের একটি অধ্যায়ে ‘নায়ার’ বা নারীদের অবমাননা করা হয়েছে বলে বাদী অভিযোগ করেন। গতকাল এ মামলার প্রথম শুনানির দিন নির্ধারিত ছিল।


১৯৮৯ সালে শশী থারুরের লেখা ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল’ প্রথম প্রকাশিত হয়। এতে ভারতের মহাকাব্য ‘মহাভারতে’র কাহিনির সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলন ও পরবর্তী ৩০ বছরের ঘটনা কাল্পনিকভাবে তুলে ধরা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন