গবেষণা ও উন্নয়ন

৭০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা অপোর

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক অপো স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষণা উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে। আগামী তিন বছরে অর্থ বিনিয়োগ সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি। গতকাল চীনের শেনজেনে অনুষ্ঠিতঅপো ইনো ডেতে বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা করেন অপোর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি চ্যান। খবর সিনেট।

টনি চ্যান বলেন, শুধু স্মার্টফোন নয়, ইন্টেলিজেন্ট কানেক্টিভিটির অংশ হিসেবে স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠায় কাজ করবে অপো। লক্ষ্যে স্মার্টওয়াচ, স্মার্ট হেডফোন, ফাইভজি সিপিই, অগমেন্টেড রিয়েলিটি গ্লাস, ফ্ল্যাশ চার্জিং, ফাইভজি ইমেজিং এবং সফটওয়্যার অপটিমাইজেশনের উন্নয়ন উদ্ভাবনে গুরুত্ব দেয়া হবে।

তিনি বলেন, কার্যক্রম শুরুর পর থেকে স্মার্টফোন ডিভাইসের পাশাপাশি সামগ্রিকভাবে প্রযুক্তিগত সেবা দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে অপো। স্মার্টফোন কেবল প্রযুক্তি বিশ্বে অপোর যাত্রা শুরুর প্রথম পদক্ষেপ ছিল। ভবিষ্যতে শুধু অপো নয়, বিশ্বের সব প্রতিষ্ঠানই সত্যিকার অর্থে নিজেদের কেবল স্মার্টফোন নির্মাতা হিসেবে আবদ্ধ না রেখে স্মার্ট ইকোসিস্টেম প্রতিষ্ঠায় কাজ করবে।

অপো তিনটি ধাপে বিনিয়োগ সম্পন্ন করবে। শুরুতে গবেষণা উন্নয়ন খাতে সবচেয়ে গুরুত্ব দেবে। পর্যায়ক্রমে ইন্টেলিজেন্ট ডিভাইসগুলোর সঙ্গে স্মার্টফোনের সংযোগ ঘটাতে মাল্টিপোর্টাল ইকোসিস্টেম প্রতিষ্ঠা এবং কন্টেন্ট ইউজার সার্ভিস নিয়ে কাজ করবে।

অপো রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অপোর ভাইস প্রেসিডেন্ট লেভিন লিউ বলেন, ফাইভজি প্রযুক্তির বহুল প্রচলনকে সামনে রেখে ভবিষ্যতের উপযোগী প্রযুক্তি উদ্ভাবনে জোর দিচ্ছে অপো। প্রযুক্তি নিত্যপ্রয়োজনীয় সেবার মেলবন্ধন তৈরি করার লক্ষ্যে সরঞ্জাম, ডাটা, কম্পিউটিং, সার্ভিস সিনারি পাঁচটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

অপো ইনো ডেতে জানানো হয়, আগামী বছরের প্রথম প্রান্তিকেই বাজারে আসতে চলেছে অপো স্মার্টওয়াচ, স্মার্ট ওয়্যারলেস হেডফোন ফাইভজি সিপিই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন