একীভূত হতে যাচ্ছে ক্রাইসলার ও পুজোঁ

বণিক বার্তা ডেস্ক

একীভূত হতে যাচ্ছে গাড়ি নির্মাতা কোম্পানি ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস (এফসিএ) পুজোঁ (পিএসএ) আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাজার কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে কোম্পানি দুটি, যা এদের চতুর্থ বৃহৎ গাড়ি নির্মাতায় পরিণত করবে। খবর রয়টার্স।

সম্মিলিত জোটের প্রধান নির্বাহী (সিইও) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন যথাক্রমে পুজোঁর কার্লোস তাভারেস ক্রাইসলারের জন এলকান।

প্যারিস, মিলান নিউইয়র্কের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুটি ফিফটি-ফিফটি শেয়ারের ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে। একীভূত হওয়ায় নিজেদের ব্যয়বহুল নতুন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়বে। এছাড়া পদক্ষেপ শ্লথ হয়ে পড়া বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতেও সহায়তা করবে কোম্পানি দুটিকে।

এদিকে পাঁচ মাস আগে ফ্রান্সের আরেক বিখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান রেঁনোর সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা বাতিল করে এফসিএ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন