সিরিয়ায় অভিযান চালাতে তুরস্ককে সুযোগ করে দিলেন ট্রাম্প

বণিক বার্তা ডেস্ক

 সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুর্কি সেনাবাহিনী শিগগিরই সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজ আরো জানিয়েছে, তুরস্কের কুর্দিবিরোধী ওই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না খবর বিবিসি

কুর্দি মিলিশিয়ারা ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করতে বড় ভূমিকা রেখেছিল কিন্তু তুরস্ক তাদের সন্ত্রাসী হিসেবে দেখে থাকে

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কয়েকশ সেনা রয়েছে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে একটি সীমান্ত এলাকা থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এখানে একটি নিরাপদ এলাকা গড়তে চাইছে তুরস্ক

কুর্দি অধ্যুষিত অঞ্চলটিতে আঙ্কারার অভিযানে অংশগ্রহণ কিংবা হস্তক্ষেপ করা হবে না বলেও জানিয়েছে হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় মার্কিন সেনারা কোনো পক্ষকেই সহযোগিতা করবে না এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ তারা এটিকে পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে

কুর্দি বাহিনীর বিরুদ্ধে হামলা চালালে তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেবেন বলে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন