অনলাইনে ২০ হাজার আয়কর রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিবেদক

ছবি— সংগৃহীত।

রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতেই করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম। অনলাইনে এ পর্যন্ত ২০ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। 

রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে ব্যক্তিশ্রেণীর করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত সহজ ও স্বাচ্ছন্দ্য হওয়ায় ইতোমধ্যে স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যার সংখ্যা ২০ হাজার অতিক্রম করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন