বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে। গত বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে হুসনে আরা শিখাকে মনোনীত করা হয়। একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন। মেজবাউল হকের আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ। তারও আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

মুখপাত্র হিসেবে মনোনীত হুসনে আরা শিখা ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন