ব্র্যাক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরে পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে কমিউনিটিভিত্তিক ও পরিবেশবান্ধব পর্যটনের উদ্যোগ ‘অতিথি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে ব্র্যাক এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। সম্প্রতি ব্র্যাক সেন্টারে বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিটিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন ও অর্থ (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ, উপপরিচালক (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং) মহিবুল ইসলাম এবং উপপরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মো. মাজহারুল ইসলাম।  ব্র্যাকের পক্ষে আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ, ঊর্ধ্বতন উপদেষ্টা ড. মো. জাফর উদ্দীন, অতিথি প্রকল্পের কনসালট্যান্ট মৌটুসী বিশ্বাস, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের সিনিয়র ম্যানেজার তাপস কুমার রায় ও কাজী প্রত্যয় আহমেদ, সোশ্যাল ইনোভেশন ল্যাবের রিসার্চ অ্যান্ড ইনসাইটস স্পেশালিস্ট তিথী দেব। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন