থেমে গেছে দেরাদুনের ৭০ বছরের পুরনো ঘণ্টা ঘরের ঘড়ি

বণিক বার্তা অনলাইন

ছবি: এক্স থেকে নেয়া

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুন। হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরটি পর্যটনের জন্য বিখ্যাত। শহরটি যারা ভ্রমণ করেন, তাদের কাছে পরিচিত ঘণ্টা ঘর। দেরাদুন শহরটির স্মারক বলে মনে করা হয় এই ক্লক টাওয়ারটিকে। সেই ঘণ্টা ঘরের ঘড়ি সম্প্রতি হঠাৎ করে থেমে গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

ঘণ্টা ঘরটি আনুমানিক ৭০ বছরের পুরনো। ১৯৪০ সালে এটি নির্মাণ করা হয়। সরোজিনী নাইডু ১৯৫৩ সালে এ ঘণ্টা ঘর উদ্বোধন করেন। দেরাদুনের নাগরিকদের কাছে এটি যতটা না ঘড়িঘর তার চেয়ে বেশি গর্বের।

ঘণ্টা ঘরের ঘড়ি থেমে যাওয়ার কারণটাও রহস্যজনক। সংশ্লিষ্টরা জানান, ঘড়ির যন্ত্রাংশ চুরি হওয়ায় এটি বন্ধ হয়ে গেছে। তবে কবে কীভাবে এগুলো চুরি হয়েছে, তা কেউ বলতে পারছে না। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সুউচ্চ কাঠামোতে ঢুকে তামার অভ্যন্তরীণ অংশ ভেঙে ফেলেছে।

দেরাদুনের কোতয়ালী পুলিশ স্টেশনের আবাসিক কর্মকর্তা (এসএইচও) চন্দ্রভান অধিকারী বলেন, ‘খবরটা আমরা গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে পেয়েছি। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করব।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন