১৯ বলেই জয় তুলে নিল ইংল্যান্ড

বণিক বার্তা ডেস্ক

বিবিসির ছবি
Default Image

সুপার এইটে যেতে জয়ের বিকল্প ছিল না ইংল্যান্ডেরসেই সঙ্গে রানরেটও বাড়িয়ে নেয়ার দরকার ছিল তাদের। ওমানকে পেয়ে দুটি বিষয়ই নিশ্চিত করতে সক্ষম হলো ইংল্যান্ড। শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে ওমানকে তারা হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

ওমানের দেয়া ৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটাররা খেলেছেন মোটে ১৯ বল। ৫ ওভার ২ বলের আগে লক্ষ্য তাড়া করতে পারলে স্কটল্যান্ডকে রানরেটে টপকে যাওয়া সম্ভব ছিল। জস বাটলারের ৮ বলে ২৪ রানের সুবাদে তার আগেই তা করল ইংলিশরা। স্কটল্যান্ডের +২ দশমিক ১৬৩ কে টপকে ইংল্যান্ডের রানরেট এখন +৩ দশমিক  শূন্য ৮১। দ্রুতগতির এই লক্ষ্য তাড়া করতে গিয়ে বেশকিছু রেকর্ডও ভেঙেছে ইংল্যান্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড তো আছেই, সঙ্গে ওমানকেও কম রানে অলআউট করার লজ্জাও দিয়েছে তারা।

ওমানের দেয়া ৪৮ রানের টার্গেট ইংল্যান্ড টপকে যায় ১০১ বল হাতে রেখে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এত বেশি বল হাতে রেখে জেতার রেকর্ড নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন