ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করেছে আন্তর্জাতিক পণ্যবাজার

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বরের মধ্যেই সুদহার কমাবে বলে প্রত্যাশা করছেন বাজারসংশ্লিষ্টরা। এমন প্রত্যাশায় গত সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল আন্তর্জাতিক পণ্যবাজার। ওই সময় প্রায় সব ধরনের পণ্যের দামই বেড়েছে। খবর আনাদোলু এজেন্সি।

তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে সম্প্রতি স্বর্ণের দামও বেড়েছে। ধাতুটির মূল্যবৃদ্ধি অনেক সময় পণ্যবাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। এদিকে স্বর্ণের মূল্যবৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল শ্রমবাজারও বিশ্বব্যাপী সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধিতে সহায়তা করেছে। তার ওপর সরবরাহ নিয়ে উদ্বেগ তো রয়েছেই। 

সুদহার কমার সম্ভাবনায় পাঁচ সপ্তাহের মধ্যে গত সপ্তাহে সবচেয়ে দ্রুতগতিতে স্বর্ণের দাম বেড়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ব্যাপক হারে বেড়েছে প্লাটিনামের দামও।

লন্ডনভিত্তিক বহুজাতিক কেমিক্যাল ও টেক কোম্পানি জনসন মেথিউ জানায়, এ বছর চলতি দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সরবরাহ জটিলতায় পড়েছে প্লাটিনামের বাজার। শিল্প খাতে ধাতুটির চাহিদা লক্ষণীয় মাত্রায় বাড়লেও শীর্ষ সরবরাহকারী রাশিয়া থেকে সরবরাহ কমেছে।

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৬ দশমিক ১ শতাংশ, প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ২ ও প্লাটিনামের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে বেজ মেটালের বাজার ছিল মিশ্র প্রবণতায়। বিশ্বব্যাপী তামার খনিগুলো ধাতুটির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। এ কারণে ধাতুটির দাম বাড়ছে। বিশেষ করে গত সপ্তাহে এটির বাজারদর ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া দস্তার দাম ১ দশমিক ২ ও সিসার দাম দশমিক ৯ শতাংশ বেড়েছে। তবে অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ২ ও নিকেলের দাম দশমিক ৬ শতাংশ কমেছে।

জ্বালানি পণ্যের বাজারও গত সপ্তাহে মিশ্র প্রবণতায় ছিল। আইসিই ফিউচারস ইউরোপে ওই সময় অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ২ শতাংশ কমেছে। তবে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) প্রাকৃতিক গ্যাসের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।

শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জে গত সপ্তাহে গমের দাম ৬ দশমিক ৩ শতাংশ, ভুট্টার ২ দশমিক ১, সয়াবিনের দশমিক ৩ ও চালের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন