ফ্ল্যাশ চার্জিংয়ের সুবিধা দেবে ভি থার্টি লাইট

ছবি : বিজ্ঞপ্তি থেকে

দ্রুত সময়ে ব্যাটারি চার্জ দেয়ার ফিচার ও সুবিধাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ভি থার্টি লাইট নামের ডিভাইসে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪ বছরের ব্যাটারি হেলথ নিশ্চয়তা। চার্জিংয়ের জন্য রয়েছে ৮০ ওয়াটের ফ্লাশ চার্জার।

স্বাভাবিক ব্যবহারে চার বছরের মধ্যে যদি ব্যাটারি হেলথ ৮০ শতাংশ থেকে কমে যায়, তবে ভিভো বিনামূল্যে ব্যাটারি পরিবর্তন করে দেবে।

প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি এবার স্মার্টফোনটির পেছনের দিকের ডিজাইনেও পরিবর্তন এনেছে কোম্পানিটি।

১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে ১৮০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যায়। মাল্টিটাচ ক্যাপাসিটিভ ডিসপ্লেটির রেজল্যুশন ২৪০০×১০৮০।

মাল্টি টাস্কিংয়ের জন্য ডিভাইসটিতে থাকছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ফানটাচ ওস ১৪ অপারেটিং সিস্টেম। স্মার্টফোনটির দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন