প্লাটিনামের ঘাটতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ার পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত
টানা দ্বিতীয় বছরের মতো প্লাটিনামের ঘাটতির মুখে বিশ্ববাজার। চলতি বছর ধাতব পণ্যটির ঘাটতি প্রত্যাশার চেয়ে আরো বাড়তে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ায় খনি থেকে কম প্লাটিনাম উত্তোলনের কারণে এ বছরের ঘাটতি প্রত্যাশার চেয়ে বেশি হতে পারে। সোমবার এক প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিল (ডব্লিউপিআইসি)। খবর রয়টার্স।
ডব্লিউপিআইসি এর আগে এক প্রতিবেদনে চলতি বছর আন্তর্জাতিক বাজারে ৪ লাখ ১৮ হাজার আউন্স প্লাটিনামের ঘাটতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। কিন্তু সোমবারের প্রতিবেদনে তা বেড়ে চলতি বছর মোট ৪ লাখ ৭৬ হাজার আউন্স প্লাটিনামের ঘাটতি হতে পারে বলে প্রত্যাশা করছে সংস্থাটি, যা মোট চাহিদার ৬ শতাংশের সমান। গত বছর প্লাটিনামের এ ঘাটতির পরিমাণ ছিল ৮ লাখ ৫১ হাজার আউন্স।
ডব্লিউপিআইসির গবেষণা প্রধান এডওয়ার্ড স্টারক এ বিষয়ে বলেন, ‘আমরা টানা দ্বিতীয় বছরের মতো প্লাটিনামের ঘাটতির মুখোমুখি হচ্ছি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন