প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে আজ খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষা কার্যক্রম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিফটের বিদ্যালয় প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ১০টা থেকে চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ২৮ এপ্রিল থেকে পাঠদান শুরুর পাশাপাশি শিখন ঘাটতি পূরণে শনিবারও ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন