টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত যুবরাজ সিং

ক্রীড়া ডেস্ক

ছবি : বণিক বার্তা

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সুপারস্টার ক্রিস গেইল ও কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের পর তৃতীয় অ্যাথলেট হিসেবে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত নিযুক্ত হলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। 

বিশ্বকাপ শুরুর ৩৬ দিন আগে শুক্রবার দূত হিসেবে যুবরাজ সিংয়ের নাম ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের করা এক ওভারে ছয় ছক্কা মেরে ইতিহাস গড়েন যুবরাজ সিং। মারমুখী এ ব্যাটিং তারকা ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন। 

এ নিয়ে আইসিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যুবরাজ সিং বলেন, ‘ক্রিকেটে আমার মধুর স্মৃতিগুলোর বেশকিছু রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে, বিশেষ করে এক ওভারে ছয় ছক্কার ঘটনা তো বটেই। কাজেই এ ফরম্যাটের বিশ্বকাপের অংশ হতে পেরে আমি আনন্দিত, যা হবে ইতিহাসে সবচেয়ে বড় আসর।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন