প্রথমবারের মতো শুরু হচ্ছে দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল

অনলাইন কেনাকাটায় ক্রেতাদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিতে প্রথমবারের মতো ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল শুরু করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ। এ উৎসব শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 

দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যালে ক্রেতারা পাচ্ছেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড়সহ আকর্ষণীয় সব অফার। তিনটি পণ্যের বান্ডেল পাচ্ছেন মাত্র ৪৯৯ টাকায়। এছাড়া হট ডিলসে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, মেগা ডিলসে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়, ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ১০ হাজার টাকা পর্যন্ত ভাউচার। এসব অফারের সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি। 

দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য ক্রেতাদের নির্ধারিত ঠিকানায় সহজেই পণ্য পৌঁছানোর ব্যবস্থা করা, যেখানে তাদেরকে কোনো ডেলিভারি চার্জের চিন্তা করতে হবে না। পাশাপাশি পণ্য সংগ্রহ করার জন্য অতিরিক্ত ভাড়াও গুনতে হবে না। এছাড়া দৈনন্দিন চাহিদাগুলো সর্বোত্তম মূল্যে পূরণ করার সুযোগ করে দেয়া এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য। দেশের যে কোনো প্রান্ত থেকেই ক্রেতারা উপভোগ করতে পারবেন এ আকর্ষণীয় অফার। 

এ ক্যাম্পেইন চলাকালে বিক্রেতাদের ব্যবসা বৃদ্ধির সুযোগও বেড়ে যাবে। কারণ এটি সেসব অঞ্চলে পণ্য পৌঁছার সুযোগ করে দিচ্ছে, যেখানে আগে তাদের ব্যবসা সীমিত ছিল। শুধু তা-ই নয়, এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ব্যবসায়ীরাও সারা দেশে তাদের ব্যবসা প্রসারিত করার পাশাপাশি আয়ও বৃদ্ধি করার সুযোগ পাবেন। দারাজে বিক্রেতারা ফ্রি ডেলিভারিকে তাদের ব্যবসা বৃদ্ধির সহায়ক হিসেবে মনে করেন। 

দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, ‘ক্রেতাদের দুয়ারে সর্বোত্তম মূল্যে সর্বাধিক পণ্য পৌঁছে দেয়ার সুবিধা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন