গণতন্ত্র বাধাগ্রস্তে দায়ী যেকোনো বাংলাদেশী ভিসা নিষেধাজ্ঞায় পড়তে পারেন —ম্যাথু মিলার

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ক্ষেত্রে দায়ী যেকোনো বাংলাদেশীর ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে গত ২৪ মে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এ ঘোষণার প্রায় চার মাস পর ২২ সেপ্টেম্বর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেয়া শুরুর কথা জানায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত পিটার হাস নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার প্রসঙ্গটি কতটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এমন প্রশ্নে ম্যাথু মিলার বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র দূতাবাস বা সেখানে কর্মরত কর্মীদের নিরাপত্তা সম্পর্কে নির্দিষ্ট বিবরণ নিয়ে আলোচনা করছি না। আমি বলব কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের জন্য প্রতিটি স্বাগতিক দেশকে অবশ্যই সব কূটনৈতিক মিশন প্রাঙ্গণের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা বজায় রাখতে হবে। কর্মীদের ওপর যেকোনো আক্রমণ প্রতিরোধে সব কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যায়ন করে এবং আমরা আশা করি যে সরকার আমাদেরসহ সব বিদেশী মিশন ও কর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’

গণমাধ্যমসহ আরো ভিসা বিধিনিষেধ আরোপ হতে পারে কিনা—এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমি নির্দিষ্ট পদক্ষেপগুলো ঘোষণা করব না। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ক্ষুণ্ন করার জন্য দায়ী আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক সদস্যদের ওপর মন্ত্রীর (অ্যান্টনি ব্লিংকেন) কর্তৃত্বের অধীনে বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা স্পষ্ট করতে পারি, এটি ঘোষণা করার সময় তা নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আরোপ বা নিষেধাজ্ঞা নয়। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী যেকোনো বাংলাদেশী ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে। যথোপযুক্ত মনে করা পর্যন্ত ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বিকল্পটি আমরা ধরে রাখি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন