সচিবালয়ে ওবায়দুল কাদের

পথ হারিয়ে পদযাত্রায় বিএনপি

বণিক বার্তা অনলাইন

ছবি: বণিক বার্তা/ফাইল

গণবিস্ফোরণ ও অভ্যুত্থানের ডাক দেয়ার পর ‘পথ হারিয়ে পদযাত্রা’ করছে বিএনপি। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘আন্দোলনের চূড়ান্ত পর্যায় হলো গণঅভ্যুত্থান, লাল কার্ড। সেখান থেকে তারা কোথায় নামল? নীরব পদযাত্রা। আন্দোলন শুরু হলো কোথায়, আন্দোলন তো শেষ! শুরু করেছে গরম দিয়ে, এখন এসে এত নরম দিয়ে...গণবিস্ফোরণের ডাক দিয়ে, অভ্যুত্থানের ডাক দিয়ে পদযাত্রা, পথ হারিয়ে পদযাত্রা।’

বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতাকর্মীরা আন্দোলন করছে। কাজেই এই আন্দোলনের কোনো ফল নেই। এটা ব্যর্থ হবে, তারা হেরে গেছে।

বিএনপির সমালোচনা করে বলেন, ‘নিষেধাজ্ঞা আনতে লবিং করেছিল, লাভ হয়নি। ডোনাল্ড লু এসে কথাবার্তা বলবে, উনাদের আশার বাণী শোনাবে, সেটাও হয়নি। তাহলে এখন আর কোন আশায় বসে আছে?’

উল্লেখ্য গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনের বিভাগীয় সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেয় বিএনপি। আগামী ১১ ফেব্রুয়ারি এই কর্মসূচি পালিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন