পঞ্চগড়ে গড়ে তোলা হবে আধুনিক চা নিলাম কেন্দ্র —চা বোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

পঞ্চগড়ে একটি আধুনিক চা নিলাম কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। গতকাল সকালে চট্টগ্রামে অবস্থিত চা বোর্ডের সম্মেলন কক্ষে অনলাইন টি অকশন সিস্টেম শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা জানান। নিলাম কেন্দ্রটিতে শুরু থেকেই অনলাইনে নিলাম অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

পঞ্চগড় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম অনলাইনে চালু করতেই জেলার ব্রোকার, ওয়্যারহাউজ চা ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিয়েছে চা বোর্ড। এর আগে সোমবার সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী উত্তর বাংলা ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন চা নিলাম প্রক্রিয়া সম্পর্কে বাস্তবিক প্রায়োগিক জ্ঞান অর্জন সম্ভব হয়েছে। দক্ষতা আগামীতে পঞ্চগড়ে নিলাম কেন্দ্র পরিচালনায় কার্যকরী ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে পঞ্চগড়ের স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন, গ্রিন ভ্যালি ব্রোকার, হিমালয় ব্রোকার, মহানন্দা ব্রোকার, উত্তরাঞ্চল ব্রোকার, ইনডিগো ব্রোকার, উত্তর বাংলা ব্রোকার, করতোয়া ব্রোকার, কনফিডেন্স ব্রোকার, উত্তরণ ব্রোকার, গ্রিন লিফ ওয়ারহাউজ এবং জে কে পঞ্চগড় লিমিটেডের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কানেক্ট সফটওয়্যার-এর আইটি বিশেষজ্ঞরা সময় অনলাইন নিলাম সিস্টেম বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেন।

বাংলাদেশ চা বোর্ডের সচিব সুমনী আক্তারের সঞ্চালনায় প্রশিক্ষণে বোর্ডের সদস্য (গবেষণা উন্নয়ন) মো. কামরুল আমিন, সদস্য (অর্থ বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাাহ নূরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন