বাংলাদেশের পতাকা হাতে মেসির উদযাপন!

বণিক বার্তা অনলাইন

বিশ্বকাপ এলেই মোটামুটি দুইভাগে বিভক্ত হয়ে যান বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। একপক্ষ আর্জেন্টিনা, আরেকপক্ষ ব্রাজিলের সমর্থক। এ নিয়ে উন্মাদনার খবর দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশে। এর হাওয়া পৌঁছে গিয়েছে সুদূর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কাছেও।

বাংলাদেশের পতাকা হাতে মেসির জয় উদযাপনের একটি ছবি টুইট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানান দিয়েছে যে ফুটবলের কোনো সীমানা নেই।

বাংলাদেশী সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহার সমর্থকদেরও মন কেড়েছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ছবিটি ভাইরাল হয়েছে। এ ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ক্যাপশনে লিখেছে, লিওনেল মেসি বাংলাদেশ।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

যে ছবি টুইট করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন