তৃতীয় প্রান্তিক ২০২২

আবুধাবি বিমানবন্দরে ৪৭ লাখ যাত্রী পরিবহন

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আবুধাবি বিমানবন্দরে যাত্রী পরিবহন আগের বছরের একই সময়ের তুলনায় ২৫০ শতাংশ বেড়েছে। সময়ে মোট ৪৭ লাখ যাত্রী বিমানবন্দরের মাধ্যমে তাদের গন্তব্যে যাত্রা করেছে। যেখানে ২০২১ সালের একই সময়ে আবুধাবি বিমানবন্দরে যাত্রী চলাচলের পরিমাণ ছিল ১৩ লাখ। সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবুধাবি বিমানবন্দরের অধীনে দেশটির আবুধাবি ইন্টারন্যাশনাল, আল আইন ইন্টারন্যাশনাল, আল বাতিন এক্সিকিউটিভ, ডেলমা আইল্যান্ড স্যার বানি ইয়াস আইল্যান্ড বিমানবন্দরগুলো পরিচালিত হয়ে থাকে। তৃতীয় প্রান্তিকে এসব বিমানবন্দরের উল্লেখযোগ্য যাত্রী চলাচলের পরিসংখ্যানই ওই প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোটি লাখ ৮২ হাজার ১১৪ জন যাত্রী পাঁচ বিমানবন্দর ব্যবহার করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন