চীনে কভিড-১৯

টানা তিনদিন দৈনিক সংক্রমণের রেকর্ড

বণিক বার্তা ডেস্ক

চীনে কভিড-১৯ সংক্রমণের হার বেড়ে চলছে। নভেল করোনাভাইরাসে শুক্রবার নতুন সংক্রমিত হয়েছে ৩৫ হাজার ১৮৩ জন। নিয়ে টানা তিনদিন দৈনিক সংক্রমণ বেড়েছে। সংক্রমিতের মধ্যে হাজার ৪৭৪ জন উপসর্গযুক্ত এবং ৩১ হাজার ৭০৯ জন উপসর্গহীন হিসেবে চিহ্নিত হয়েছে। গতকাল দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

এর আগে বৃহস্পতিবার চীনে কভিড-১৯- সংক্রমিত হয়েছিল ৩২ হাজার ৯৩৪ জন। এর মধ্যে হাজার ১০৩ জন উপসর্গযুক্ত এবং ২৯ হাজার ৮৪০ জন উপসর্গহীন।

সংক্রমণের হার বাড়লেও মহামারীতে কয়েকদিনে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। যদিও আক্রান্তদের মধ্যে হাজার ২৩২ জনের পরিস্থিতি আশঙ্কাজনক। শুক্রবার পর্যন্ত মূল ভূখণ্ড চীনে উপসর্গসহ লাখ হাজার ৯৩টি সংক্রমণের কেস নিশ্চিত করেছে।

চীনে জনসংখ্যায় বড় শহরগুলো কভিড-১৯ নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে জনসংখ্যাবহুল চংকিং গুয়াংঝু শহরে নতুন সংক্রমণের হার বেড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের জনসংখ্যা কোটি ২০ লাখ। শুক্রবার শহরে হাজার ৭২১ জন নতুন সংক্রমিত হয়েছে, যা আগের দিনের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম ভাইরাস ধরা পড়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন