নতুন মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

বণিক বার্তা অনলাইন

কোরিয়ান উপদ্বীপ ঘিরে আরেক দফা মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। আজ শুক্রবার সকালের ওই নৌ মহড়ায় যোগ দিয়েছে পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান। উত্তর কোরিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও যুদ্ধবিমান উড়ানোর একদিন পরে এ প্রতিক্রিয়া দেখাল দেশ দুটি। খবর এপি।

উত্তর কোরিয়া গত মঙ্গলবার জাপানের ওপর একটি পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রিগ্যান কোরিয়ান উপদ্বীপের কাছাকাছি জলসীমায় ফিরে আসে। এর পরদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় তারা দুটি করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। আরো অংশ নেয় জাপান।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পদক্ষেপের পর প্রতিক্রিয়া দেখাতে বেশি সময় নেয়নি পিয়ংইয়ং। গতকাল বৃহস্পতিবার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের সামর্থ্য জানিয়ে দেয়।

নতুন মহড়ায় মার্কিন ও দক্ষিণ কোরিয়ার ডেস্ট্রয়ার ছাড়াও আরো কিছু সামরিক জাহাজ যোগ দিয়েছে।

উপদ্বীপের পূর্ব উপকূলে আন্তর্জাতিক জলসীমায় চলমান এ মহড়া বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, এই মহড়ার লক্ষ্য মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। উত্তর কোরিয়ার যেকোনো উস্কানির জবাব দিতে প্রস্তুত থাকব বলেও উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন