আগস্টে জার্মানিতে উৎপাদক মূল্যসূচকে রেকর্ড প্রবৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

জার্মানির উৎপাদক মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। আগস্টে উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক শতাংশ বেড়েছে। মূলত জ্বালানির দাম বাড়ার কারণে উৎপাদক মূল্যসূচক ব্যাপক হারে বাড়ছে। আগামীতে সূচক আরো বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে। খবর রয়টার্স।

সম্প্রতি ফেডারেল পরিসংখ্যান অফিস জানায়, চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে শিল্পপণ্যের উৎপাদক মূল্য দশমিক শতাংশ বেড়েছে। হার অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

এর আগে উৎপাদক মূল্য মাসভিত্তিক দশমিক শতাংশ এবং বছরওয়ারি হিসাবে ৩৭ দশমিক শতাংশ বৃদ্ধি পাবে বলে রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন। তবে পূর্বাভাসের চেয়ে আগস্টে মূল্য অনেক বেশি বেড়েছে। জুলাইয়ে বছরওয়ারি হিসাবে উৎপাদক মূল্য বাড়ার হার ছিল ৩২ দশমিক শতাংশ। যেখানে জুনে ছিল ৩৭ দশমিক শতাংশ।

ফেডারেল পরিসংখ্যান অফিসের প্রতিবেদন অনুসারে, আগস্টে জ্বালানির দাম গড়ে গত বছরের একই সময়ের তুলনায় ১৩৯ শতাংশ বেড়েছে। জুলাইয়ের তুলনায় গত মাসে জ্বালানি দাম বাড়ার হার ছিল ২০ দশমিক শতাংশ।

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। দেশটিতে সম্প্রতি মূল্যস্ফীতি বেড়ে দশমিক শতাংশে পৌঁছেছে। ইউক্রেনে রুশ আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়। অবস্থায় জার্মানিতে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে ওঠে।

জার্মানভিত্তিক বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান এলবিবিডব্লিউর অর্থনীতিবিদ জেন্স অলিভার নিকলাশ বলেন, দেশটিতে শুধু জ্বালানি গ্যাস নয় এখন বিদ্যুতের দামও বৃদ্ধি পাচ্ছে। গত মাসে বিদ্যুতের উৎপাদক মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ১৭৪ দশমিক শতাংশ বেড়েছে। এটি জুলাইয়ের তুলনায় বেড়েছে ২৬ দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন