তাইওয়ানের মাদারবোর্ড রফতানি কমেছে

বণিক বার্তা ডেস্ক

ঘরে থেকে কাজ ক্লাস নির্ভরতায় করোনা মহামারীর সময়ে পিসি বিক্রি বেড়েছিল। এতে তাইওয়ানের মাদারবোর্ড রফতানি লক্ষণীয়ভাবে বাড়ে। ২০২১ সালে পাঁচ কোটি ইউনিটের বেশি মাদারবোর্ড রফতানি করে শিল্পনির্ভর দেশটি। তাইওয়ানভিত্তিক ডিজিটাইম রিসার্চের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দেশটির মাদারবোর্ড রফতানি মহামারীপূর্ব ২০১৯ সালের মাত্রায় নেমে এসেছে। 

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে তাইওয়ানের মাদারবোর্ড রফতানি কোটি থেকে কোটি ২০ লাখ ইউনিটে দাঁড়াবে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে মাদারবোর্ডের চাহিদা চাঙ্গা হওয়ার ব্যাপারে আশাবাদী নয় ডিজিটাইমস রিসার্চ। তাইওয়ানের মাদারবোর্ড রফতানির ৩০ শতাংশের বেশি প্রতিনিধিত্ব থাকবে আসুসটেকের। তার পরই রয়েছে মাইক্রো-স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই) গিগাবাইট টেকনোলজি।

বৈশ্বিক অর্থনীতির শ্লথগতি আমলে নিয়ে মাদারবোর্ড কোম্পানিগুলো যন্ত্রাংশ চূড়ান্ত পণ্যের মজুদ বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে।

দামের ভিত্তিতে মাদারবোর্ড বাজারকে তিনটি খাতে ভাগ করা হচ্ছে। মূলধারা মাদারবোর্ডের দাম পড়ে ২০০-৪৪৯ ডলার। মাঝারি দাম হাই-এন্ডের মাদারবোর্ডের দাম ৪৫০ ডলারের বেশি। ফ্ল্যাগশিপ মাদারবোর্ডের দাম পড়ে ৮৯৯ ডলার।

মার্কিন কোম্পানি ইন্টেলের জনপ্রিয় মাদারবোর্ড হচ্ছে জি৬৯০, যা ডিডিআর৫ মেমোরি পিসিআইই৫. সাপোর্ট করে। অন্যদিকে এএমডির এক্স৫৭০ বি৫৫০ চিপসেট শুধু ডিডিআর৪ মেমোরি পিসিআইই৪. সাপোর্ট করে।

২০২২ সালের শেষ দিকে কিংবা ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এএমডির নতুন চিপসেট আসতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন