এনবিএফআই মেলা-২০২২

লটারিতে মোটরবাইক-আইফোনসহ ১২ পুরস্কার জিতলেন যারা

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আয়োজিত মেলায় দর্শনার্থী হয়ে এসে প্রথম পুরস্কার হিসেবে একটি ১৬০ সিসি মোটরসাইকেল জিতে নিয়েছেন মজিদুল ইসলাম। আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘এনবিএফআই মেলা-২০২২’ এ কুপন পূরণ করে চূড়ান্ত ভাগ্যবান হিসেবে নির্বাচিত হন তিনি। যৌথভাবে মেলার আয়োজন করেছিল বণিক বার্তা এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। 

প্রথম পুরস্কারটি দেয়া হয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ এর সৌজন্যে। সব মিলিয়ে মেলায় আগত ১২ দর্শনার্থী পেয়েছেন আকর্ষনীয় সব পুরস্কার। 

দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল একটি আইফোন-১৩। বণিক বার্তা ও বিএলএফসিএ’র সৌজন্যে এ পুরস্কারটি জিতে নেন এমডি রায়হান কবির, তার কুপন নম্বর ছিল ২০৪০। এছাড়া  ইউ এস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে তৃতীয় পুরস্কার ঢাকা-মালদ্বীপ-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন মারিয়ম আক্তার (কুপন নং ২৮২৫),নগদ এর সৌজন্যে চতুর্থ পুরস্কার ১ দশমিক ৫ টন এয়ারকন্ডিশন জিতে নেন মাইনুল ইসলাম (কুপন নং ২৯৯৭), সনি র‌্যাংগসের সৌজন্য পঞ্চম পুরস্কার ৪০ ইঞ্চি এনড্রয়েড টেলিভিশন জিতে নেন ডা. মোহাম্মদ রুহুল আমীন (কুপন নং ০২০৮),থাকরাল ইনফরমেশান সিস্টেম এর সৌজন্যে ষষ্ঠ পুরস্কার ল্যাপটপ জিতে নেন নুরুল ইসলাম (কুপন নং ১১০৮),যমুনা ইলেক্ট্রনিক্সের সৌজন্যে সপ্তম পুরস্কার রেফ্রিজারেটর জিতে নেন মো. শামীম (কুপন নং ১৪৭০), নভো এয়ার এর সৌজন্যে অষ্টম পুরস্কার ঢাকা-কলকাতা-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন সৌমেন সিনহা (কুপন নং ০৪৩৮),ইউ এস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে নবম পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট পেয়েছেন মো. রাকিবুল হাসান (কুপন নং ০৬৫৭),নভো এয়ারের সৌজন্যে দশম পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট জিতেছেন এমডি আরিফুল ইসলাম (কুপন নং ২৫৯৬),দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের সৌজন্যে একাদশ পুরস্কার দুই দিন এক রাতের কাপল রুম জিতেছেন মো. আশরাফুল ইসলাম (কুপন নং ০০৯৬)। সবশেষ দ্বাদশ পুরস্কার হিসেবে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের সৌজন্যে কাপল ডিনার কুপন পেয়েছেন এসএম ওয়াদুদ (কুপন নং ০৪৫৪)।

এর আগে বেলা ১১টার দিকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বিএলএফসিএ চেয়ারম্যান এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। 

আরো পড়ুন: দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান মেলা শুরু

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে

এনবিএফআই মেলা ২০২২ : বাণী

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন