‘বি’ ক্যাটাগরিতে উন্নীত সানলাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ কারণে কোম্পানিটির ক্যাটাগরি ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। আজ থেকে কোম্পানিটি নতুন এ ক্যাটাগরিতে লেনদেন করবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের সাত কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ারে কোনো ঋণ সুবিধা দেয়া যাবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তার আগের হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ১২ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা কমে ১৬৯ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ১০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা কমে তহবিলের আকার ছিল ১৮১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জীবন বীমা তহবিলের আকার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা কমেছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ৬১ লাখ ৩০ হাজার টাকা বেড়েছিল। 

সর্বশেষ রেটিং অনুযায়ী, সানলাইফ ইন্স্যুরেন্সের এনটিটি রেটিং ‘ট্রিপল বি থ্রি’। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০টি। এর ৪০ দশমিক ৮০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৫ দশমিক শূন্য ৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৪ দশমিক ১৪ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন