শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, অতিরিক্ত পুলিশ প্রত্যাহার

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)পুলিশের হামলার ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জড়ো হয়ে মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল ঘুরে গোল চত্বরে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে  অতিরিক্ত পুলিশ ও জলকামান সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে সাঁজোয়া যানসহ অতিরিক্ত পুলিশ সরিয়ে নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ সিএমপি)।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার দিবাগত রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তার পাঠানো প্রতিনিধির মাধ্যমে মোবাইল ফোনে কথা বলেন। এরপর প্রধান ফটকের সামনে অবস্থানরত পুলিশ, রায়ট কার ও জলকামান প্রত্যাহার করা হয়। পরে শিক্ষার্থীরাও উপাচার্যের ভবন থেকে সরে যান।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার সন্ধ্যায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এদিন বিকাল সাড়ে ৫টায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও শিক্ষকরা তাকে মুক্ত করতে গেলে সংঘর্ষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। সংঘর্ষের পর জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন