এজিএমের অনুমতি পেয়েছে তাল্লু স্পিনিং

নিজস্ব প্রতিবেদক

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের জন্য হাইকোর্টের অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ২০১৮-১৯ হিসাব বছরসহ পরবর্তী এজিএম অনুষ্ঠানের জন্য অনুমতি পেয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানটি।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির সর্বশেষ এজিএম অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৮ ডিসেম্বর। এছাড়া কয়েক বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। শেয়ারহোল্ডাররা সর্বশেষ লভ্যাংশ পেয়েছিলেন ২০১৪-১৫ হিসাব বছরে। ওই হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি তারা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫টি। এর মধ্যে ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকের হাতে। এছাড়া ২০ দশমিক ২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক ১৬ শতাংশ বিদেশী বাকি ৪৯ দশমিক ৫৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল তাল্লু স্পিনিং শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১১ টাকা ১০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন