কর্ণফুলী শিপ বিল্ডার্স

প্রস্তুত কর্ণফুলী ড্রাই ডকের ২য় জেটি

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারায় কর্ণফুলী শিপ বিল্ডার্সের তত্ত্বাবধানে নির্মিত দেশের প্রথম বেসরকারি কর্ণফুলী ড্রাই ডকের দ্বিতীয় জেটির নির্মাণ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মার্চে জেটির যাত্রা শুরু হয়। বন্দরে জেটির অভাবে জাহাজ জটের কারণে পণ্য খালাসে ধীরগতি এবং বিপুল অংকের আর্থিক ক্ষয়ক্ষতির অবসানের লক্ষ্যে জেটি নির্মাণ করে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড।

দ্বিতীয় জেটি নির্মাণ শেষে নং জেটিতে ভিড়ে বিএসআরএম আবুল খায়ের গ্রুপের পণ্যবোঝাই ১৮০ মিটার দৈর্ঘ্যের দুটি জাহাজ। প্রতিটি জাহাজ ৪০ থেকে ৫০ হাজার টন পণ্য বহন করতে সক্ষম। জেটি দুটিতে ১৭০ মিটার লম্বা দুটি জাহাজ একসঙ্গে ভিড়তে পারবে। দুই জেটিতে মাসে ১০ থেকে ১২টি জাহাজ একসঙ্গে পণ্য খালাস করবে। প্রথম জেটি নির্মাণের পর ৩০ মার্চ জেটিতে ভিড়ে বিএসআরএমের কাঁচামালবাহী প্রায় ১৫৪ মিটার লম্বা এমভি দিনা ওশেন নামের প্রথম জাহাজ।

জেটি তৈরির পর গত দুই মাসে এখানে দশমিক ৫০ লাখ টন পণ্য খালাস হয়েছে। জেটি কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, দুই জেটিতে দৈনিক কমপক্ষে হাজার টন এবং মাসে লাখ ৮০ হাজার টন পণ্য খালাস করা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন