বেজার সাবেক নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী যোগ দিলেন সিটি গ্রুপে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের(বেজা) সাবেক নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী দেশের শীর্ষ কনগ্লোমারেট সিটি গ্রুপে চিফ অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছেন।    

গত ৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় পবন চৌধুরীকে।  বেজায় তার শেষ কর্মদিবস ছিলো ৬ জুলাই।  ২০১৪ সালের ৩০ অক্টোবর থেকে বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বরত অবস্থায় দেশের পরিকল্পিত বিনিয়োগ অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করেছেন পবন চৌধুরী।  নতুন সংস্থা থেকে বেজা একটি শক্তিশালী ও বহুমাত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার নেতৃত্বে।  বেসরকারি খাতকে উজ্জীবিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে শিল্প বিকাশের পথ সুগম করার দাবিদারও তিনি। 

পবন চৌধুরী দায়িত্বকালে ২০১৮ সালে সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চুড়ান্ত লাইসেন্স পায়।  ইতোমধ্যে সেখানে ৬টি শিল্প প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেয়া হয়েছে।  বিনিয়োগ হয়েছে ৪১ কোটি ৪৬ লাখ ডলারেরও বেশি।  কর্মসংস্থান হয়েছে ২ হাজার ৩৫০ জনেও বেশি মানুষের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন