বাঁধের দাবিতে প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে

বণিক বার্তা অনলাইন

আর কোন দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাইএমন প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন পটুয়াখালী থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য এস এম শাহজাদা।

বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন এস এম শাহজাদা। এসময় উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি এভাবে বক্তৃতা দেন।

পটুয়াখালী- আসন থেকে নির্বাচি সংসসদস্য বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সংসদ সদস্যকেই এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়।

এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেরিবাঁধ চান। বক্তব্য দেয়ার সময় তিনি  নিজের গলায় ঝোলানো প্লেকার্ডটি দেখানতিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্লেকার্ড ঝুলিয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন