জামালপুর অর্থনৈতিক অঞ্চল

দুই প্রতিষ্ঠানের কারখানা নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক

জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বায়োজিন কসমেসিউটিক্যালস রিলায়েন্স সলিউশনস লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী গত শুক্রবার এর উদ্বোধন করেন সময় বায়োজিন কসমেসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল হক, রিলায়েন্স সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক কামালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

জানা গেছে, বায়োজিন কসমেসিউটিক্যালস অর্থনৈতিক অঞ্চলে চার একর জমিতে প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে এসব কারখানায় কসমেটিকস, পোলট্রি, ফিশ ফিড, প্রো-বায়োটিক ফিশ ফিড উৎপাদন হবে অন্যদিকে বায়োলিপ এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিষ্ঠান রিলায়েন্স সলিউশনস জামালপুর অর্থনৈতিক অঞ্চলে মোট দুই একর জমিতে প্রায় ২৪ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি এক একর জমিতে ফ্রিজ-ড্রাইড অ্যালোভেরা পাউডার পটেটো স্টার্চ পাউডার উত্পন্ন করবে অন্য এক একর জমিতে প্রস্তুত করবে মেডিকেল সার্জিক্যাল আইটেম

উল্লেখ্য, জেলা সদরের দিগপাইত তিতপল্লা ইউনিয়নে ৪৩৬ একর জায়গার ওপর তৈরি হচ্ছে জামালপুর অর্থনৈতিক অঞ্চল বেজা কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষভাবে প্রায় ৩২ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন