চার উইকেটের পতন, আবার মুশফিক-মাহমুদউল্লাহর লড়াই

বণিক বার্তা অনলাইন

সফররত শ্রীলংকার বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭৪ রানেই চার উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় দলের সংগ্রহ ছিল ১০৫/৪। দলকে টানছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। মুশফিক ৪২ ও  মাহমুদউল্লাহ ৯ রানে ব্যাট করছিলেন। 


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর একটায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ ১৫ রানের মধ্যেই হারায় তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট। দুটি উইকেটই নেন ফাস্ট বোলার দুশমন্ত চামিরা, দুজনকেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।


তৃতীয় উইকেটে মুশফিক ও লিটন দাস ৩৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন। লিটনকে ব্যক্তিগত ২৫ রানে ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ বানিয়ে ফেরান রিস্ট স্পিনার লাকসান সান্দাকান। মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন ১২ বলে ১০ রান করে শিকার হন সান্দাকানের।


এরপর শুরু হয় মুশফিক ও মাহমুদউল্লাহর লড়াই, যারা প্রথম ওয়ানডেতে ১০৯ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন