প্রধানমন্ত্রীর দুই তহবিলে ৮ কোটি টাকা অনুদান দিল এফবিসিসিআই

প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে কোটি টাকা অনুদান দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সরকারের পাশে থাকার উদ্যোগের অংশ হিসেবে অনুদান দিয়েছে সংগঠনটি। এছাড়া বেসরকারি গৃহ নির্মাণ তহবিলে কোটি টাকার অনুদান দিয়েছে এফবিসিসিআই।

গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে-অর্ডার দুটি হস্তান্তর করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব . আহমদ কায়কাউস পে-অর্ডার গ্রহণ করেন। সময় এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের গৃহ প্রদান একটি সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। মুজিব বর্ষে গৃহহীন-ভূমিহীনদের ঘর উপহার দেয়া বাংলাদেশের মানুষের জন্য বড় উৎসব। এক বছরেরও বেশি সময় ধরে আমরা সবাই এক কঠিন সময় পার করে আসছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের সব ব্যবসায়ী ব্যবসা সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে মহামারীর প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেয়া আমরা অবশ্য কর্তব্য হিসেবে নিয়েছি। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন