দোহারে সেমাই কারখানায় অভিযান

বণিক বার্তা প্রতিনিধি, নবাবগঞ্জ

ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের বৌ বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সেমাই তৈরি বিক্রি করার অপরাধে গতকাল দুপুরে ওই কারখানার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন দোহার উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সময় র‌্যাব-১১-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বৌবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সেমাই তৈরি বিক্রি করে আসছিলেন সদ্য বন্ধ হয়ে যাওয়া সেমাই কারখানার মালিক। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে দোহার উপজেলা প্রশাসন র‌্যাব-১১-এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অনুমোদনহীন সেমাই কারখানার মালিক মো. আওলাদ আব্দুল আজিজ। ভেজাল পণ্য বিক্রি রোধে অভিযান অব্যাহত থাকবে এবং সেমাই তৈরির কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানা যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন