ভারতের উপহারের ১২ লাখ ডোজ টিকা আসছে কাল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধী সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১২ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার পাঠাচ্ছে ভারত। এ টিকা আগামীকাল শুক্রবার দেশে পৌঁছবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে এবারের উপহারের ১২ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘এটা উপহার হিসেবে বাংলাদেশকে দিচ্ছে ভারত। এর সঙ্গে বাংলাদেশে ক্রয়াদেশ দেয়ার টিকার কোন সম্পর্ক নাই। টিকা গ্রহণের প্রস্তুতি চলছে।'

এদিকে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে গতবছর নভেম্বরে চুক্তি হয়েছিল। তার মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশকে দিয়েছে ভারত। জানুয়ারি থেকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে ৩ কোটি ডোজ টিকা দেওয়ার কথা রয়েছে। তবে জানুয়ারিতে ৫০ লাখ এবং ফেব্রুয়ারিতে ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দিয়েছে সেরাম। চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারির ৩০ লাখ এবং মার্চের ৫০ লাখ ডোজ এখন পায়নি বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা বাংলাদেশকে উপহার দিয়েছিল ভারত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন