জাপানে ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি ৪৫ বছরের সর্বনিম্নে

বণিক বার্তা ডেস্ক

২০২০ সালে জাপানের ডিপার্টমেন্টাল স্টোরে বেচাকেনা আগের বছরের চেয়ে কমেছে ২৬ দশমিক ৭ শতাংশ, যা  ১৯৭৫ সালের পর সর্বনিম্ন। খবর কিয়োদো। 

নভেল করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে নেয়া লকডাউন ও কঠোর বিধিনিষেধে অধিকাংশ মানুষ বেশিরভাগ সময় ঘরে অবস্থান করায় ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রিতে প্রভাব পড়েছে। 

সম্প্রতি জাপান ডিপার্টমেন্ট স্টোরস অ্যাসোসিয়েশন জানায়, গত বছর সবগুলো ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রি হয়েছে ৪ দশমিক ২২ ট্রিলিয়ন ইয়েন বা ৪ হাজার ৭৩ কোটি ডলার। শুল্কমুক্ত পণ্য বিক্রি ২০১৯ সালের তুলনায় কমেছে ৮০ দশমিক ২ শতাংশ।  

ডিপার্টমেন্ট স্টোর অ্যাসোসিয়েশন বলছে, গত এপ্রিলে জরুরি অবস্থা ঘোষণার পর কয়েক সপ্তাহের জন্য সাময়িকভাবে স্টোরগুলো বন্ধ রাখতে হয়েছিল। টোকিও, ওসাকাসহ ১০টি প্রধান শহরে ডিপার্টমেন্টাল স্টোর বিক্রি কমেছে ২৮ দশমিক ১ শতাংশ। দেশের অন্যান্য অংশে কমেছে ১৯ দশমিক ৪ শতাংশ। পণ্যওয়ারি পোশাক বিক্রি কমেছে ৩১ দশমিক ১ শতাংশ। ঘরে বসে কাজ বৃদ্ধিতে স্যুট ও অন্যান্য পোশাকের চাহিদা কমাতে পোশাক বিক্রিতে প্রভাব পড়েছে। 

চলতি জানুয়ারির প্রথম ১৮ দিনে জাপানের ৪১টি প্রধান ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রি কমেছে ৩৫ শতাংশ। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন