ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী (৪৬ ব্যাচ) রণজিৎ দাস চৌহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার লিভার জন্ডিস ও কিডনি সমস্যাজনিত সমস্যাও ছিল বলে জানিয়েছে তার পরিবার।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ধনঞ্জয়পুর গ্রামে।

রণজিতের বড়বোন প্রিয়াংকা রাণী দাস জানান, রণজিৎ আগে থেকেই লিভারের সম্যসায় ভুগছিল। হঠাৎ করে গত তিন-চারদিন আগে তার জ্বর শুরু হলে প্রাথমিকভাবে ওষুধে জ্বর ভালো হয়। কিন্তু প্রচণ্ড পায়ে ব্যথা এবং একপর্যায়ে অনবরত বমি হতে থাকে। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা রণজিতের ডেঙ্গু, রক্তশূন্যতা, কিডনির সম্যসা ও লিভার জন্ডিসের কথা জানান। পরে ডাক্তারের পরামর্শে সেখান থেকে তাকে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই তার মৃত্যু হয়।

আজ সোমবার বিকেলে নিজ গ্রামের বাড়িতে তার সৎকার করা হবে বলে জানিয়েছে রণজিতের পরিবার।

রণজিৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনে সোসাইটির বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন