বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অধিবেশন শুরু

বণিক বার্তা ডেস্ক

পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থনৈতিক রাজনৈতিক কর্মপরিকল্পনা তৈরিতে বেইজিংয়ে চারদিনের পূর্ণাঙ্গ অধিবেশনে বসেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি। সোমবার শুরু হওয়া ওই বৈঠকে চীনের প্রেসিডেন্ট এবং দলের নেতা শি জিনপিংও উপস্থিত থাকছেন। খবর বিবিসি।

কেন্দ্রীয় কমিটি হচ্ছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। দুই শতাধিক সদস্য নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত ন্যাশনাল কংগ্রেসে দলীয় প্রতিনিধিরা তাদের নির্বাচিত করে থাকেন।

পূর্ণাঙ্গ অধিবেশন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একটি নিয়মিত বৈঠক। প্রতি বছরই তা অনুষ্ঠিত হয়। বছরও বেইজিংয়ে সোমবার থেকে শুরু হয়ে চারদিন বৈঠক চলবে। দেশের জন্য পরবর্তী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে সেখানে। আর বৃহস্পতিবার বৈঠকের শেষ দিনে কমিটির সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বৈঠকে যে নীতিমালাসংক্রান্ত রূপরেখা প্রণীত হবে, তার ভিত্তিতে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চীনের সরকার পরিচালিত হবে। এছাড়া বৈঠকে ভিশন ২০৩৫ নামে ১৫ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও উন্মোচন করবেন শি জিনপিং।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন