আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেই অপরাধীরা ধরা পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি নোয়াখালী ও সিলেটে নারীর প্রতি সহিংসতার ঘটনাকে ‘বর্বরতার চূড়ান্ত উদাহরণ’ উল্লেখ করে এর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা।’

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অপরাধীরা যেন কোনোভাবে ছাড় না পায় সে জন্য নির্ভুল তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিচারহীনতার কোনো সংস্কৃতি নেই। এমন যদি হতো ঘটনার পর আমরা চুপচাপ বসে আছি, প্রশাসন চুপচাপ বসে আছে এবং স্থানীয় প্রশাসন কিছুই করছে না, সহযোগিতা করছে না- তাহলে আপনারা বলতে পারতেন দেশে আইনের শাসন নেই। কিন্তু স্থানীয় প্রশাসন, ইউএনও, এসপি, ডিসি; সবাই একসঙ্গে কাজ করছে- এই সমস্ত ধর্ষক, আমি বলবো, এসব সমাজবিরোধীদের বিরুদ্ধে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই বলেছেন, আমি সেটাই পুনরাবৃত্তি করছি, এরা মানুষ নয়, অমানুষ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমি বলতে পারি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেই আমরা এসব অপরাধীদের ধরতে পারছি এবং তাদের আইনের আওতায় আনতে পারছি।’ 

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে খালপাড় এলাকার একটি বাড়িতে মাস খানেক আগে এক নারী ‘নষ্টা’ আখ্যা দিয়ে বিবস্ত্র করে নির্যাতন করেন কতিপয় যুবক। গত ৫ অক্টোবর (রোববার) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওইদিন রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দুটি দায়ের করেন। উভয় মামলায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো সাত-আটজনকে আসামি করা হয়েছে।

সম্প্রতি এটি ছাড়াও দেশজুড়ে ব্যাপক ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পাওয়া যাচ্ছে। এর প্রতিবাদে ইতোমধ্যে সড়কে নেমে এসেছে শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন