নিবন্ধনের জন্য নির্বাচিত ব‌ণিক বার্তাসহ ৪৪টি অনলাইন নিউজ পোর্টাল

নিজস্ব প্রতিবেদক

বণিক বার্তাসহ ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এই নিউজ পোর্টালগুলোর তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

এর আগে আজ দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমের তালিকা প্রকাশ করা হবে। ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে। যেসব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

তবে নিবন্ধন দেয়ার পদ্ধতি এখনো চূড়ান্ত হয়েনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাহফুজুল হক। যদিও নিবন্ধনের জন্য এককালীন ফি, প্রতিবছর নবায়ন এসব সাধারণ নিয়ম থাকছে তা নিশ্চিত করেছেন তিনি।

নিবন্ধনের জন্য নিউজ পোর্টাল:


অবশ্য পরে ছাপা পত্রিকা বাদে শুধু নির্বাচিত ৩৪টি অনলাইন নিউজ পোর্টালের একটি আলাদা তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন