করোনা পরীক্ষা কিট, সুরক্ষা সামগ্রী ও ওষুধে মূসক ছাড়

নভেল করোনাভাইরাস মোকাবেলায় নমুনা পরীক্ষার কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং কভিড-১৯ নিরোধক ওষুধে আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), সার্জিক্যাল মাস্ক ও ফেস মাস্ক উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া কভিড-১৯ নিরোধক ওষুধের ক্ষেত্রেও উল্লিখিত তিন পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপ খুব সহসাই শেষ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ কারণে এসব পণ্যে মূসক ছাড়ে ভোক্তা পর্যায়ে দাম কমবে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন