ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না : বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এতে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী ও অল্প আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়াতে সারাদেশে ত্রাণ-সামগ্রী বিতরণ করছে সরকার। তবে এরই মধ্যে বেশ কিছু এলাকায় ত্রাণ সামগ্রী লুটপাটের অভিযোগ এসেছে। এসব অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। র‌্যাবের বিদায়ী এই মহাপরিচালক বলেছেন, ‘ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না। যারা ত্রাণের নামে লুটপাট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে র‌্যাব সদর দফতর থেকে অনলাইন ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

বেনজীর বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশ জাতি যখন করোনার মহামারিতে বিপর্যস্ত তখনও দেখা যাচ্ছে কেউ কেউ ত্রাণ-সামগ্রী লুটপাটের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না। কঠোরভাবে দমন করা হবে।’

তিনি আরও বলেন, এই সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে অসহায়দের প্রাপ্য হক নিয়ে কেউ নয়-ছয় করলে তা বরদাস্ত করব না। এমন কাণ্ডে জড়িতেদের ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বেনজীর বলেন, কেউ কেউ এক সের চাল দিতে গিয়ে ২০ জন মানুষকে একত্রিত করে। যাদের সাহায্যের প্রয়োজন, তাদের বাড়ি বাড়ি গিয়েও দিয়ে আসা যায়। এতে শৃঙ্খলা থাকে। ত্রাণ দেওয়ার নামে লোকসমাগম করার তো দরকার নেই। প্রয়োজনে সরকারি সংস্থাগুলো সহায়তায় ত্রাণ বিতরণ করুন।

জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, ‘ন্যূনতম প্রয়োজন ছাড়া কোথাও বের হবেন না। এই পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়ার চিন্তাও করবেন না। এই মহামারি থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।’ 

তিনি আরো বলেন, ‘ঘরে থাকবেন, না-কি কবরে থাকবেন’ এই সিদ্ধান্তটা আপনার।'

তিনি বলেন, ‘আমি ঢাকা মহানগর পুলিশে দীর্ঘদিন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি ক্রান্তিকালে র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্বভার দিয়েছিলেন। আমি বিগত পাঁচ বছর তিনমাস মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। র‌্যাবের ন্যায় ও ন্যায্য কাজের প্রতি গণমাধ্যম সর্বাত্মক সহযোগিতা করেছে। এ জন্য আমি মহাপরিচালক হিসেবে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

এবারের বাংলা নববর্ষেও সবাইকে শারীরিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়ে বেনজীর বলেন, ‘আগামীকাল বাংলা নববর্ষ। এবারের নববর্ষের মেজাজ একেবারেই ভিন্ন। করোনার ক্রাইসিস এই মুহূর্তে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করছি।’

র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালনে সফলতা ব্যর্থতার বিষয়ে প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘এ ভার জনগণ এবং প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম। তিনিই বলবেন কতটুকু সফল কিংবা ব্যর্থ হয়েছি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন